Loading...
Monday, December 29, 2014

Love Quotes of Lovers



মেয়েদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো মেয়েদের চিঠিতে আরেকটা ব্যাপার থাকে - বিষাদময়তা নিতান্ত আনন্দের সংবাদ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা জানি কী করে সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয় কাজটা যে তারা ইচ্ছা করে করে তা না প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে
হুমায়ুন আহমেদ , সে আসে ধীরে

0 comments:

Post a Comment

 
TOP