Love Quotes
“তুমি আমাকে যে চিটি লিখেছিলে আমি তার জবাব লিখে এনেছি। সাংকেতিক ভাষায় লিখে এনেছি।'
“তুমি আমাকে যে চিটি লিখেছিলে আমি তার জবাব লিখে এনেছি। সাংকেতিক ভাষায় লিখে এনেছি।'
মারিয়া
হাত বাড়াল। তার
চোখে চাওয়া কৌতুক ঝকমক
করছে। মনে
হচ্ছে যে কোনো মুহুর্তে
হে খিলখিল করে হেসে
ফেলবে. যেন সে অনেক
কষ্টে হাসি থামাচ্ছে।
'সাংকেতিক
চিঠিটাই কি লেখা পড়তে
পারছ?'
'পারছি। এখানে
লেখা I hate you.'
'I Love you - ও
তো হতে পারে।'
'সংকেতের
ব্যাখ্যা সবাই তার নিজের
মত করে করে, আমিও
তাই করলাম। আপনার
আটটা তারার অনেক মানে
করা যাই, যেমন -
I want you.
I miss you.
I lost you.
আমি আমার পছন্দ মত
একটা বেছে নিলাম।”
―হুমায়ুন আহমেদ , হিমুর
হাতে কয়েকটি নীলপদ্ম
Momery with Gultekin Khan
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.