যখন কোন পুরুষ
কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারেনা।
– অস্কার ওয়াইল্ড
জীবনে দুটো
জিনিস খুবই কষ্টদায়ক।। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু
তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না
এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। -সেক্সপিয়ার
তুমি যদি কাউকে
ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও।যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে
না আসে,তবে সে কখনই তোমার ছিল না। -রবীন্দ্রনাথ ঠাকুর
আর্থিক সচ্ছলতা
বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না । -জোসেফ কনরাড
সোনায় যেমন
একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা,
ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না। -নিমাই ভট্টাচার্য
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.